ASIA BADMINTON CHAMPIONSHIP

৫৮ বছরের খরা কাটল, ব্যাডমিন্টনে সোনা জিতল ভারত

খেলা

SPORTS BADMINTON INDIA BENGALI NEWS

দুবাইতে অনুষ্ঠিত এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের সাত্ত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টি জুটি। দীর্ঘ ৫৮ বছরের খরা কাটিয়ে ফের একবার এশিয়া ব্যাডমিন্টনে জয়ী হল কোনও ভারতীয় জুটি। 

এদিন ফাইনালে মালেশিয়ার ওং ইয়েউ সিন এবং টেও ই আই জুটির মুখোমুখি হন সাইরাজ এবং চিরাগ। সেই ম্যাচ ২১-১৬, ১৭-২১ এবং ১৯-২১ ব্যবধানে জিতে নিলেন তাঁরা। 

এর আগে, ১৯৬৫ সালে লখনউতে অনুষ্ঠিত এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন ভারতের দীনেশ খান্না। পুরুষদের সিঙ্গলস বিভাগের ফাইনালে তিনি থাইল্যান্ডের সাঙ্গোব রাট্টানুসর্ণকে পরাজিত করেন। 

১৯৬৫ ফাইনালের পরে ভারতের সবথেকে ভালো ফলাফল হয় ১৯৭১ সালের চ্যাম্পিয়নশিপে। সেবার পুরুষদের ডাবলস্‌ বিভাগে ব্রোঞ্জ জেতেন দিপু ঘোষ এবং রমন ঘোষ জুটি। 

চলতি বছরে দুরন্ত ফর্মে রয়েছেন সাত্ত্বিক-চিরাগ জুটি। এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পাশাপাশি ২০২২ কমনওয়েল্থ গেমসেও পদক জেতে এই জুটি। 

 

Comments :0

Login to leave a comment