বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির নীচে ফলকে জ্বলজ্বল করছে নিয়োগ দুর্নীতি কান্ডে ধৃত প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। এক বছরের বেশি সময় ধরে যিনি জেলে রয়েছেন। ঝাড়গ্রাম শহরের সেটেলমেন্ট মোড়ের সরকারি উদ্যোগে বসানো বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির তলা থেকে পার্থর নাম যুক্ত ফলক সড়ানোর দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি দিল ঝাঢগ্রাম জেলা এসএফআই। জেলা সম্পাদক শুভশ্রী মজুমদারের কথায়, ‘‘যেই ব্যাক্তির জন্য রাজ্যের গোটা শিক্ষা ব্যবস্থার আজ এই দশা তার নাম কখনও বিদ্যাসাগরের মূর্তির সাথে জুড়ে থাকতে পারে না। এটা শুধু আমাদের কথা নয়, সাধারণ ছাত্র ছাত্রীরাও এই একই কথা বলছেন।’’
Vidyasagar
বিদ্যাসাগরের মূর্তির নীচ থেকে সড়াতে হবে পার্থর নাম লেখা ফলক, স্মারকলিপি এসএফআইয়ের
×
Comments :0