নর কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাওড়ার শ্যামপুরে। শনিবার সকালে শ্যামপুর ব্লকের ডিহি মন্ডল ঘাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রাস্তার পাশে ব্যাগের মধ্যে থেকে নর কঙ্কাল উদ্ধার হয়।
সকালে পথচারীরা পড়ে থাকা ব্যাগটি দেখতে পান। তাঁদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় শ্যামপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগের ভেতর থেকে নর কঙ্কাল উদ্ধার করে।গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে কিভাবে ব্যাগের মধ্যে নর কঙ্কাল এলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত শুরু করেছে শ্যামপুর থানার পুলিশ।
Comments :0