দ্রুত জনগণনার দাবি জানিয়ে রাজ্যসভায় সরব হলেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী। এদিন তিনি রাজ্যসভায় দাবি করেন জনগণনা না হওয়ার ফলে দেশের প্রায় ১৪ কোটি মানুষ খাদ্য সুরক্ষা আইনের আওতা থেকে বাইরে থাকছেন। যার জেরে এই আইনের আওতায় যেই প্রকল্প গুলো আছে তার থেকে তারা বঞ্চিত হচ্ছে।
তিনি বলেন, ‘‘২০১১ সালের জনগণনার ওপর ভিত্তি করেই খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা প্রকল্প গুলোর সুবিধা মানুষ পাচ্ছে। এই সংখ্যা আরও বাড়বে।’’ ইউপিএ সরকারের আমলে এই খাদ্য সুরক্ষা আইন তৈরি হয়। সোনিয়া গান্ধী দাবি করেন এই আইনের জেরে দেশের গরীব অংশের মানুষ করোনা অতিমারির সময় বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়েছেন।
খাদ্য সুরক্ষা আইন ২০১৩ অনুযায়ী ৮১.৩৫ কোটি মানুষ এই প্রকল্পের আওতায় আছেন। , বর্তমানে সরকার খাদ্য সুরক্ষা আইনে প্রতি মাসে প্রতি মাসে ৫ কেজি করে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করে।
সোনিয়া বলেন, ‘‘স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম জনগণনার ক্ষেত্রে এতো দেরি করা হচ্ছে। ২০২১ সালে এই জনগণনা হওয়ার কথা ছিল। কিন্তু হয়নি। কবে হবে তার কোন উত্তর নেই।’’
Comments :0