কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের ১৫০ বছর পূর্তি এবং শারোদৎসব উপলক্ষে বিশেষ ট্রামের ব্যবস্থা করা হচ্ছে পরিবহন দপ্তরের পক্ষ থেকে। আগামী ১৬ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বালিগঞ্জ থেকে টালিগঞ্জ পর্যন্ত শহরের রাস্তাব দেখা যাবে এই ট্রাম।
এই বিশেষ ট্রামটিকে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন ছবি ও আঁকার মাধ্যমে। ট্রামের ভিতরে শারদোৎসবের আমেজ আনার জন্য রয়েছে আলপনা। শারদীয়া সংক্রান্ত বিভিন্ন ছবি, যেমন সিঁদুর খেলা, ধুনচি নাচ ইত্যাদি।
পরিবহন দপ্তরের কথায় ইউনেস্কোর পক্ষ থেকে শারোদৎসবকে যেই স্বীকৃতি দেওয়া হয়েছে তার কথা মাথায় রেখে এই উদ্যোগ। সংবাদ সংস্থা পিটিআইকে পরিবহন দপ্তরের আধিকারিক জানিয়েছেন, এই প্রথম নয় এর আগে লাইব্রেরি ট্রাম সহ ট্রাম কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
গোটা বিশ্বের মধ্যে কলকাতা একমাত্র শহর যেখানে পরিবেশ বান্ধ ট্রাম রয়েছে। কিন্তু ট্রামের জমি দখলের খবর সামনে এসেছে বহুবার। কলকাতার ট্রাম বাঁচানোর জন্য পথে নেমেছিল কলকাতা জেলা সিপিআই(এম)।
TRAM
শারোদৎসবে থাকছে বিশেষ ট্রাম
×
Comments :0