Panchayet Election

পঞ্চায়েতের দিন ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন

রাজ্য

আজই হয়তো হতে পারে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা। সূত্রের খবর বৃহস্পতিবার বিকেল ৫:৩০ সাংবাদিক সম্মেলন করে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে দিন ঘোষণা করা হতে পারে। এদিন নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন নির্বাচনের দিন ঘোষণার বিষয়। নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার চাইছে এক মাসের মধ্যে নির্বাচন করাতে। 


তবে গত বারের মতো এবারও এক দফায় নির্বাচন করতে চাইছে রাজ্য সরকার। সূত্রের খবর কমিশন এবল রাজ্যের বৈঠকে এমনই আলোচনা হয়েছে। ২০১৮ সালে ১৪ মে এক দফায় পঞ্চায়ের নির্বাচন হয়। সেই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক অশান্তির ছবি ধরা পড়ে। ভোট লুঠ, বিরোধী প্রার্থী এবং এজেন্টদের ওপর হামলা, ব্যালট বাক্স জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে ওই নির্বাচনে। প্রাণ যায় ২৫ জন মানুষের। একাধিক পঞ্চায়েত গায়ের জোড়ে দখল করে তৃণমূল। প্রতিটা ঘটনায় অভিযোগের তীর ছিল তৃণমূলের দিকে। ২০১৩ সালে আদালত থেকে রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি আদায় করে আনে। কিন্তু গত বার সেই ঘটনা ঘটেনি। রাজ্য পুলিশের দ্বারা পরিচালিত হয় পঞ্চায়েত নির্বাচন।
উল্লেখ্য গতকাল রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বভার নিয়েছেন প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা। যিনি আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ট বলেই শোনা যায় বিভিন্ন মহলে।


সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একাধিকবার দাবি করেছেন পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করার। তৃণমূলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘চ্যালেজ্ঞ দিচ্ছি, চ্যালেজ্ঞ নাও। পঞ্চায়েতের তারিখ দাও।’’ গত কয়েক মাসে গ্রাম জাগাও, নজরে পঞ্চায়েতের মতো একাধিক কর্মসূচির মাধ্যমে পঞ্চায়েত স্তরে তৃণমূলের জেই দুর্নীতি তা মানুষের সামনে তুলে ধরেছে সিপিআই(এম)। আবাস যোজনায় যেই ব্যাপক দুর্নীতি হয়েছে তাতে নাম জড়িয়েছে তৃণমূলের।  

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন জেলায় সাংগঠিন প্রস্তুতি শুরু করে দিয়েছে সিপিআই(এম)। কর্মী সভা থেকে শুরু করে হাট সভার আয়োজন করা হচ্ছে দলের পক্ষ থেকে। প্রার্থীর নাম খালি রেখে দেওয়াল লিখনের কাজও শুরু হয়েছে। 
পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ন হবে কি না তা এখনই বলা যাবে না। তবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষত তৃণমূলের নেতাদের বাড়ি থেকে যেই পরিমানে বিষ্ফোরক উদ্ধার হচ্ছে তাতে বোঝা যাচ্ছে ২০১৮ সালের রাস্তায় হাঁটতে চাইবে শাসক দল।

Comments :0

Login to leave a comment