Manish Sisodia

সুপ্রিম কোর্টে খারিজ সিসোদিয়ার জামিনের আবেদন

জাতীয়

দুর্নীতি কান্ডে জামিন পেলেন না দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। সুপ্রিম কোর্ট সোমবার দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। এদিন আদালতের পক্ষ থেকে বলা হয় যে, ৩৩৮কোটি টাকার দুর্নীতি পরোক্ষ ভাবে প্রমানিত। আদালতের পক্ষ থেকে আরও উল্লেখ করা হয়েছে যে আগামী ছয় থেকে আট মাসের মধ্যে তদন্ত শেষ করার।
বিচারপতি সঞ্জীব খান্না এবং এসভিএন ভাট্টির বেঞ্চ জানিয়েছে যে, তদন্ত ধীর গতিতে চলতে থাকলে সিসোদিয়া তিন মাস পরে আবার জামিনের জন্য আবেদন করতে পারেন।
পূর্বে সুপ্রিম কোর্ট বলেছিল যে মণীশ সিসোদিয়াকে অনির্দিষ্টকালের জন্য কারাগারে রাখা যাবে না।
সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আপের পক্ষ থেকে এখনও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সিসোদিয়াকে চলতি বছর ২৬ ফেব্রুয়ারি আবগারি কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার করা হয় তারপর থেকে তিনি কারাগারে রয়েছেন। আবগারি দুর্নীতির পাশাপাশি সিবিআইয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে অর্থীক তছরূপের অভিযোগও এনেছে। যার তদন্তও চলছে।

Comments :0

Login to leave a comment