Pakistan

পাকিস্তানের বায়ু সেনা ঘাঁটিতে দুষ্কৃতী হামলা

আন্তর্জাতিক

পাকিস্তানের পাজ্ঞাব প্রদেশে পাক বায়ু সেনার ঘাঁটিতে দুষ্কৃতী হামলা। শনিবার সাকলে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে খবর বায়ু সেনার এই প্রশিক্ষন কেন্দ্রে হামলার ফলে তিনটি বিমান ক্ষতিগ্রস্থ হয়েছে। 

সেই দেশের সেনা বাহিনীর পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে যে, হামলাকারিদের মধ্যে তিনজন পাক সেনার গুলিতে নিহত হয়েছে এবং বাকি তিনজনকে তারা গ্রেপ্তার করেছে। পাকিস্তান বাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে দেশ থেকে সন্ত্রাসবাদ দমনের লড়াই তারা চালিয়ে যাবে। তবে বায়ু সেনার ঘাঁটিতে হামলার পিছনে কোন গোষ্ঠী রয়েছে তা জানানো হয়নি সেনা বাহিনী এবং প্রশাসনের পক্ষ থেকে। 

Comments :0

Login to leave a comment