Child death

পাঁচিল ভেঙে মৃত্যু তিন শিশুর

রাজ্য জেলা

বাঁকুড়ার বিষ্ণুপুরে মাটির পাঁচিল ভেঙে মৃত্যু তিন শিশুর। শনিবার সকালে এই ঘটনাটি ঘটেছে। গভীর নিম্নচাপের কারণের দক্ষিণবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে টানা বৃষ্টি চলছে। যার জেরে শুক্রবার সারা রাত বৃষ্টি হয়েছে বাঁকুড়ার বিভিন্ন এলাকায়। 


স্থানীয় সূত্রে খবর এদিন সকালে বৃষ্টির কিছুটা কমলে ওই তিনজন শিশু নিজেদের মধ্যে বাইরে বেরিয়ে খেলা করছিল। সেই সময় আচমকা একটি মাটির পাঁচিল তাদের ওপর ভেঙে পড়ে। তিনজনকে উদ্ধার করে  বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎস মৃত ঘোষণা করেন। মৃত তিন শিশুর নাম রোহন সর্দার (‌৫)‌, নিশা সর্দার (‌৪)‌ ও অঙ্কুশ সর্দার (‌৩)‌। তিনজনের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 
বৃষ্টির কারণে পাঁচিল ভেঙে এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা। সকালের এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Comments :0

Login to leave a comment