Tiger cub died

ছত্তিশগড়ের চিড়িয়াখানায় মৃত্যু ব্যাঘ্র শাবকের

জাতীয়

রেচনজনীত সমস্যার কারণে ছত্তিশগড়ের বিলাসপুরের চিড়িয়াখানায় মৃত্যু হলো এক ব্যাঘ্র শাবকরে। এক বছর বয়সী এই শাবকের নাম রেশমি। কানন পেন্ডারি চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে ওই শাবক গত ৪ মে থেকে কিডনি জনীত সমস্যায় ভুগ ছিল। 
গত বছর এপ্রিল মাসে ওই চিড়িয়াখানার প্রাপ্ত বয়স্ক বাঘিনী রম্ভা চার শাবকের জন্ম দেয়। যার মধ্যে রেশমি একজন। গত জানুয়ারি মাসের রম্ভার মৃত্যুর পর এই চার শাবকের দেখা শোনা চিড়িয়াখানা কর্তৃপক্ষ করতো। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে মঙ্গলবার ময়না তদন্ত হয়েছে ওই শাবকের।

Comments :0

Login to leave a comment