দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার উপেন্দ্রনগরের লোকজন রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন, বাঘের হাত থেকে বাঁচার জন্য। ফের সুন্দরবন লাগোয়া লোকালয়ে ঢুকে পড়লে বাঘ। বনদপ্তরের পক্ষ থেকে ধরার চেষ্টা করা হলেও তারা তাকে ধরতে পারেনি। সোমবার রাতে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতলেও ধরা দেয়নি বাঘ। গ্রামবাসীদের কথায় সোমবার রাতে বাঘের গর্জন শোনা যায়।
গোটা জঙ্গল ইতিমধ্যে ঘিরে দেওয়া হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে। ধনচি জঙ্গলের ঘনত্ত্ব বেশি হওয়ায় ড্রোন ব্যবহার করা যাচ্ছে না। যার জন্য বোটে করে নদী থেকে জঙ্গলের ওপর নজর রাখছে বনদপ্তরের আধিকারিকরা।
গত তিনদিন ধরে নদীর, গ্রামের একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। রাতের বেলায় ঠান্ডার মধ্যে পালা করে গ্রাম পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা। বাঘের আতঙ্কে মাছ ধরতে যাচ্ছেন না গ্রামবাসীরা। বন্ধ চাষের কাজ।
বনদপ্তরের কর্মীদের কথায় গ্রামের পাশেই জঙ্গল হওয়ায় বার বার লোকালয় ঢুকে পড়ছে বাঘ।
Tiger
ফের লোকালয় ঢুকে পড়লো বাঘ
×
Comments :0