Tripura byelection

বিরোধী ভোট যাতে ভাগ না হয় তাই ত্রিপুরা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দেবে না মথা এবং কংগ্রেস

জাতীয়

ত্রিপুরার ধনপুর এবং বক্সানগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দেবে না কংগ্রেস এবং তিপরা মথা। এই দুই কেন্দ্রে প্রার্থী ঘোষনা করেছে সিপিআই(এম)।
ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‘বিরোধী ভোট যদি ভাগ হয় তবে তাতে শাসক দলের সুবিধা হবে। তাছাড়া নির্বাচনে লড়াই করার জন্য বিভিন্ন প্রস্তুতি দরকার পড়ে, লোক বল প্রয়োজন।’’ তবে তিনি জানিয়েছেন যে তিপরা মথা ‘লাল মথা’ নয়, আবার বিজেপির সঙ্গীও নয়। তারা নিজেদের আদর্শ নিয়ে রাজনীতি করে।


সেপ্টেম্বর মাসে উপনির্বাচনে মথা প্রার্থী না দিলেও কাদের সমর্থন করবে তা এখনও পরিষ্কার করেনি। দেববর্মা জানিয়েছেন যে ১৯ আগস্ট তাদের দলীয় বৈঠকের পর তা তারা জানাবেন।
তবে কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে যে আগামী লোকসভা নির্বাচনের আগে যেই বিজেপি বিরোধী ঐক্য তৈরি হয়েছে তা মাতায় রেখে তারা কোন প্রার্থী দেবে না।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা জানিয়েছেন, ‘‘প্রদেশ নেতৃত্ব এবং দিল্লির নেতৃত্বের সিদ্ধান্তের ভিত্তিতেই আমরা এই উপনির্বাচনে কোন প্রার্থী দেবো না। আমরা কোন ভাবে চাই না  যাতে বিজেপি বিরোধী ভোট দুর্বল হোক।’’
উল্লেখ্য চলতি বছর মার্চ মাসের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেস জোট নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে। দুই দলের শীর্ষ নেতৃত্ব নির্বাচনী প্রচারে একসাথে অংশও নেয়।

Comments :0

Login to leave a comment