TOY TRAIN DARJEELINF

দার্জিলিংয়ে লাইনচ্যুত টয়ট্রেন

জেলা

লাইন ছেড়ে রাস্তায়। শনিবার ঘুমের কাছে।

দার্জিলিংয়ে ফের লাইনচ্যুত টয়ট্রেন।  ঘটনায় আতঙ্কিত হয়ে পড়লেন যাত্রীরা।

 শনিবার সকালে ঘুম স্টেশন থেকে দার্জিলিংয়ের দিকে যাচ্ছিল 'জয়রাইড'। মাঝপথে সেটি লাইনচ্যুত হয়ে পড়ে। টয়ট্রেনে বেশ কয়েকজন পর্যটক ছিলেন। যদিও কারও বড় কোনও চোট লাগেনি। তবে এদিন ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ায় সমস্যায় পড়েন তাঁরা। 

এর আগেও লাইন থেকে সরে রাস্তায় নেমে গিয়েছে টয় ট্রেন।

Comments :0

Login to leave a comment