শিক্ষকের পায়ে গুলি করে ভিডিওয়ে নিজেদের ‘গ্যাঙ স্টার’ বলে দাবি করলেন দুই ছাত্র। ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। বিভিন্ন সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে ওই দুই নাবালোক আহত শিক্ষককে হুমকি দিচ্ছে আরও ৩৯ বার তারা তাকে গুলি করবে!
ঘটনায় অভিযুক্ত দুই নাবালোককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত শিক্ষক বর্তমানে উত্তরপ্রদেশের আগরার একটি হাসপাতালে চিকিৎসাধীন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অভিযুক্ত দুজন প্রকাশ্যে দাবি করছে যে তারা আবার ছয় মাস পর ফিরে আসবে এবং ওই শিক্ষককে আবার তারা গুলি করবে।
গত বছর দিল্লিতে তিনজন পড়ুয়া খুনের অপরাধে গ্রেপ্তার হয়। পুলিশের পক্ষ থেকে সেই সময় বলা হয় যে অভিযুক্তরা জেরা জানিয়েছে যে পুষ্পা এবল বাহুবলির মতো সিনেমা দেখার পর তাদের এই ধরনের কাজ করার কথা মনে এসেছে। এই ঘটনার পিছনেও কোন সিনেমার প্রভাব আছে কি না তা এখনও জানা যায়নি।
Comments :0