Jadavpur University UGC

২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট চাইলো ইউজিসি

কলকাতা

যাদবপুর কান্ডে বিশ্ববিদ্যালয়ের পাঠানো রিপোর্টে সন্তষ্ট নয় ইউজিসি। সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রিপোর্ট পাঠানো হয় ইউজিসির কাছে। বৃহস্পতিবার ইউজিসির পক্ষ থেকে ফের ১২ টি প্রশ্নের জবাব সহ একাধিক বিষয় জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে সেই রিপোর্ট জমা করার নির্দেশও দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। 

২০০৯ সালে র‌্যাগিংয়ে লাগাম পড়ানোর জন্য কমিশন যেই নিয়ম চালু করেছিল তা সঠিক ভাবে প্রয়োজ করা হয়েছিল কি না তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া স্বপ্নদীপের ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন করা হয়েছে।

এদিন ফের লালবাজারে তলব করা হয়েছে যাদবপুরের ডিন অফ স্টুডেন্টকে। দীর্ঘক্ষন ঘেরাও থাকার পর বৃহস্পতিবার দুপুরে তিনি লালবাজারে যান।  

Comments :0

Login to leave a comment