Uluberia Factory Blast

বাসন তৈরি কারখানায় বয়লার ফেটে উলুবেড়িয়ায় আহত ৪ শ্রমিক

রাজ্য

Uluberia Factory Blast


রান্নার জন্য অ্যালুমিনিয়ামের বাসনপত্র তৈরির কারখানার বয়লার ফেটে চাঞ্চল্য ছড়ালো উলুবেড়িয়ায়। এই ঘটনায় ৪ শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উলুবেড়িয়া থানার জগদীশপুর খেয়া রাস্তার মোড়ে। পুলিশ জানিয়েছে, আহত শ্রমিকরা হলো প্রশান্ত খাঁড়া, নিজামউদ্দিন মোল্লা, গীতা মল্লিক ও সিন্ধুবালা মল্লিক। আহত শ্রমিকদের মধ্যে প্রশান্ত খাঁড়া, নিজামউদ্দিন মোল্লা ও গীতা মল্লিক উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে প্রশান্ত ও নিজামউদ্দিনের অবস্থা গুরুতর। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় দমকল বাহিনী ও উলুবেড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগদীশপুর খেয়া রাস্তার মোড়ের কাছে একটি রান্নার জন্য অ্যালুমনিয়ামের বাসনপত্র তৈরির কারখানা আছে দীর্ঘদিন। এখানে প্রায় ২০-২৫ জন শ্রমিক নিয়মিত কাজ করেন। এদিন বিকাল ৫টা নাগাদ বয়লারে অ্যালুমিনিয়াম গলানোর সময় আচমকাই কারখানার বয়লার ফেটে যায়। বয়লার বিস্ফোরণের জেরে কারখানার দেওয়ালের একটি অংশ ভেঙে পড়ে। বিকট আওয়াজ পেয়ে আশেপাশের লোকজন কারখানার কাছে ছুটে আসেন। তড়িঘড়ি আহত চার জনকে উদ্ধার করে উলুবেড়িয়া মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে তিনজনকে ভর্তি করা হয়। একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে ঘটনার পর দমকল ও উলুবেড়িয়া থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছায়। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বয়লার ঠিকঠাক চলছেনা। মেরামত না হওয়ার ফলেই এই দুর্ঘটনা। দমকল সূত্রে জানা গেছে, কারখানাটিতে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিলনা। 

Comments :0

Login to leave a comment