শহরে ফের এক বৃদ্ধার রহস্য মৃত্যু। বাড়ির একটি তালাবন্ধ ঘর থেকে উদ্ধার হলো তার পচা গলা দেহ। ঘটনাটি ঘটেছে মুচিপাড়ায়। ছেলে অভিষেক মুখোপাধ্যায়ের সঙ্গে থাকতেন শিখা মুখোপাধ্যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি তিনি এবং তার পুত্র দুজনেরই মানসিক সমস্যা ছিল। পাড়ার কারুর সাথে তারা খুব একটা মেলা মেশা করতেন না বলেই জানা গিয়েছে।
কয়েকদিন ধরে পচা গন্ধ পাওয়া যাচ্ছিল বাড়ি থেকে সোমবার রাতে মুচিপাড়া থানায় এলাকা বাসিরা খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। বৃদ্ধার ছেলেকেও জিঞ্জাসাবাদ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে কিন্তু সে কোন কিছুর উত্তর দিতে পারেনি। এই পরিস্থিতিতে কি ভাবে এই ঘটনা ঘটেছে তা জানার জন্য তদন্তে নেমেছে স্থানীয় থানার আধিকারিকরা। দেহটি ময়লাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
২০১৫ সালে কলকাতা শহরেরই মৃত বাবা, বোন এবং পোশ্যের দেহ আগলে বসে থাকতে দেখা গিয়েছিল পার্থ নামে একজন ব্যাক্তিকে। তিনিও মানসিক ভাবে সুস্থ ছিলেন না। তারপর থেকে বিভিন্ন সময় এই ধরনের ঘটনা সামনে এসেছে।
Dead body
তালা বন্ধ ঘর থেকে উদ্ধার বৃদ্ধার পাচা গলা দেহ
×
Comments :0