এবার হামলার মুখেও পড়লেন প্রতিবাদী কুস্তিগিররা। দিল্লি পুলিশের বিরুদ্ধে বুধবার মাঝরাতে হামলার অভিযোগ তুলেছেন তাঁরা।
রাতেই যন্তর মন্তরে পৌঁছে যায় সংবাদমাধ্যম। দিল্লি পুলিশের হাতে কুস্তিগিরদের হেনস্তার ছবি ধরাও পড়ে।
কুস্তিগিররা বলেছেন, বৃষ্টির কারণে কাঠের খাটিয়া পাতছিলেন রাস্তায়। তখন কয়েকজন ঝাঁপিয়ে পড়ে বাধা দেয়। এরা মহিলা কুস্তিগিরদের গালাগালি করে। কয়েকজন মদ্যপ অবস্থায় ছিল। সাদা পোশাকে দিল্লি পুলিশের লোক।
এই প্রথম হামলা হলো কুস্তিগিরদের অবস্থানে। বিজেপি সাংসদ এবং জাতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূযণ শরণ সিংয়ের বিরুদ্ধে লাগাতার যৌন নির্যাতন চালানোর অভিযোগে বসে রয়েছেন বিশ্ব মঞ্চে পদকজয়ীরা।
Comments :0