বাণিজ্যিক লেনদেন ২ হাজার টাকা ছাড়ালেই ১.১ শতাংশ পর্যন্ত হারে মাশুল বসবে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের এই নির্দেশিকায় জানানো হয়েছে যে বাণিজ্যিক লেনদেনে এই মাশুল প্রযোজ্য।
অনলাইন লেনদেনে প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট, যেমন স্মার্ট কার্ড বা অনলাইন অ্যাকাউন্ট, আনা হয়েছে ইউপিআই বা ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস’র মধ্যে। এই ব্যবস্থায় মোবাইল থেকে টাকা লেনদেন করা যায় অনলাইনে। এই অনলাইন লেনদেন ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই)।
এনপিসিআই’র নির্দেশিকায় ০.৫ শতাংশ থেকে ১.১ শতাংশ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে মাশুলের নির্দেশিকা জারি হয়েছে। খবর বেরতেই আশঙ্কা ছড়ায় যে যে কোনও লেনদেনেই বসবে মাশুল। কয়েকটি প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট পরিষেবাদাতা সংস্থা সোশাল মিডিয়ায় সাধারণ গ্রাহকদের আশ্বস্ত করার চেষ্টা লিখেছে যে সাধারণ লেনদেনে এই মাশুল লাগু হবে না।
এনপিসিআই জানিয়েছে নতুন হার বিবেচনা করা হবে এ বছরের ৩০ সেপ্টেম্বর। ১ এপ্রিল থেকে মাশুল লাগু হবে। ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কে সাধারণ গ্রাহকদের লেনদেন বিনা মাশুলেই চলবে।
সংশ্লিষ্ট অংশ জানাচ্ছে যে ব্যাঙ্ক এবং অনলাইন লেনদেন পরিষেবাদাতা বিভিন্ন সংস্থার আয় বাড়াতে চালু হলো নতুন মাশুল।
Comments :0