Ramnabami Violence

সংঘের মদতে রাম নবমী উৎসব ঘিরে সন্ত্রাসের ছবি রাজ্যে রাজ্যে

জাতীয়

রাম নবমীর উৎসবকে ঘিরে দেশে জুড়ে সন্ত্রাসের ছবি, ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের মদতে, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা বিভন্ন রাজ্যে রাম নবমীর মিছিলের নামে তান্ডব চালিয়েছে। মহারাষ্ট্র, বিহার, পশ্চিম বঙ্গ, গুজরাট, কর্নাটক এবং উত্তর প্রদেশ থেকে অশান্তির খবর এসেছে। 
মহারাষ্ট্রে বুধবার রাতেই ঔরঙ্গাবাদ, মালাদ ও জলগাঁও এলাকায় অশান্তির আঁচ পাওয়া যায়। রামনবমির অনুষ্ঠান করা নিয়েই ঔরঙ্গাবাদে দুই গোষ্ঠির মধ্যে মারামারি হয়। এই ঘটনায় প্রায় ৫০০ জন জড়িয়ে পরে। পাথর ছোড়াছুড়ির পাশাপাশি বোতলে পেট্রোল, করোসিন ভরেও ছুড়তে তাকে বিশৃঙ্খলাকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আন্তে বিস্তর বেগ পেতে হয় পুলিশকে। এমনকি র্যা ফ নামিয়ে কাঁদানে গ্যাসও ছোড়ে পুলিশ। এই ঘটনায় ওই এলাকার এক বাসিন্দা বছর ৫০’র শেখ মনিরুদ্দিন আহত হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।


জলগাঁওতে রাম নবমীর মিছিল থেকে কিছু দুষ্কৃতী একটি মসজিদে হামলা চালায়, ঘটনাচক্রে মিছিল যখন শুরু হয় তখন নামাজ পড়তে মসজিদে ভিড় জমিয়েছিল বহু মানুষ। এই ঘটনাতেও অশান্তি বাঁধে দুই গোষ্ঠির মধ্যে। মালাদেও একই রকমের ঘটনা ঘটে। সেখানে রামনবমীর মিছিল থেকে সরাসরি আক্রমন করা হয় পুলিশকে। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন।
পশ্চিমবাংলার হাওড়া শিবপুর এলাকাতে রামনবমির মিছিলকে ঘিরে অশান্তি তুঙ্গে ওঠে। পুলিশি ব্যর্থতা ও তৃণমূলের মদতে অশান্তির আগুন ছড়িয়ে পরে চারিদিকে। বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। পশ্চিমবাংলারই ডালখোলায় একই কারণে দুই গোষ্ঠির মধ্যে তুমুল অশান্তির জেরে একজনের মৃত্যু হয়েছে।


গুজরাটের ফতেপুরে রাম নবমীর মিছিল থেকে আক্রমন চালান হয় একটি মসজিদে। পরে ওই ঘটনার সুত্র ধরে দুই গোষ্ঠীর মধ্যে পাথর ছোড়াছুড়ি, গাড়ি ভাঙচুর পর্যন্ত হয়। ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্নাটকেও একই কায়দায় আক্রমন করা হয় একটি মসজিদে। রামনবমির মিছিল হাসান এলাকার একটি মসজিদের পাশ থেকে যাওয়ার সময় আক্রমন চালায়। লাঠি অস্ত্র নিয়ে আক্রমন করা হয়। এই ঘটনায় ৪ জন আহত হয়েছেন।


উত্তর প্রদেশের লখনৌতে বৃহষ্পতিবার রাম নবমির এইটি মিছিল শুরু হয়ে রাস্তা বদল করে শাহি মসজিদের সামনে দাড়িয়ে প্রবল উচ্চস্বরে মাইক বাজাতে থাকে। পুলিশ কোনও ভাবেই সেই মিছিলকে নিয়ন্ত্রণে আনতে পারেনি। ফলে কিছু পরেই দুই গোষ্ঠির মধ্যে বিবাদ লেগে যায়। বিহারের মুঙ্গেরেও মসজিদের সামনে গিয়ে উচ্চস্বরে মাইক বাজাতে থাকে। এই ঘটনায় ২০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment