Pranoy karji in Kamarhati

উত্তরবঙ্গের রক্ষার লড়াই করছে লাল ঝান্ডা : প্রণয় কার্য্যি

রাজ্য জেলা বাংলা বাঁচাও যাত্রা

মেসি সময়ের আগেই রাজ্য ছেড়েছে, আমরা বলছি সময়ের আগেই রাজ্য ছাড়বে পিসি। ২৮ নভেম্বর উত্তরবঙ্গে ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আর পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে শুরু হয়েছিলো বাংলা বাচাঁও যাত্রা। তাতেই ভয় পেয়ে মুখ্যমন্ত্রী ছুটে গিয়ে পঞ্চানন বর্মার পায়ে ধরলেন। বুধবার কামারহাটিটতে বাংলা বাঁচাও যাত্রা-র সমাপন সমাবেশে একথা বলেছেন এসএফআই’য়ের রাজ্য সভাপতি প্রণয় কার্য্যি। তিনি বলেন, উত্তরবঙ্গে জঙ্গল, চা বাগান, নদী নেই আর নেই শাসক দলের মাফিয়ারা ফাঁকা করে দিয়েছে । জমি নিয়ে মোদী- দিদি কর্পোরেটের কাছে বেঁচে দিচ্ছে। ফলে উত্তরবঙ্গ ভারসাম্য হারাচ্ছে, একদিকে জঙ্গলের পশু মরছে আর অন্যদিকে মানুষ মরছে। আমারা উত্তরবঙ্গের মানুষ ভেবেছিলাম যে মূখ্যমন্ত্রী বোধহয় শুধু চা বাগানে তালা ঝুলিয়েছে,  এখানে এসে দেখলাম চটকলে তালা ঝুলিয়েছে,  স্কুলেও তালা ঝুলিয়েছে। এবার লাল ঝান্ডা এই সরকারের গেটে তালা ঝোলাবে। 
তিনি বলেন সবকিছু চুরি করছে শাসক দল। বাংলার মানুষ বলছে চোরের হাতে রাজ্য নয় হাতকড়া দেখতে চায়। লাল ঝান্ডা সেই ব্যবস্থা করবে। পশ্চিমবঙ্গে চোর ডাকাত মিলে কর্পোরেটের হাতে বেঁচে দিচ্ছে যুবকের স্বপ্ন।  
তিনি বলেন, আজ বাংলা বাঁচাও যাত্রার সমাপ্তি, কিন্তু লড়াই চলবে। মানুষ যখন ঐক্য গড়ে তখন স্বৈরাচারের পতন অনিবার্য। লড়াইটা অসম হলেও রাস্তায় যখন নেমেছি এই লড়াই আমারা জিতেই ছাড়বো।

Comments :0

Login to leave a comment