LS VB G RAM G

বিরোধিতা উপেক্ষা করে লোকসভায় পাশ ‘জি রাম জি’

জাতীয়

প্রবল বিরোধিতাকে উপেক্ষা করে লোকসভায় ‘ভিবি জি রাম জি‘ বিল পাশ হয়েছে লোকসভায়। বৃহস্পতিবার লোকসভায় বিরোধীরা বলেছেন যে গ্রামে কাজের নিশ্চয়তার এই প্রকল্পকে আসলে শেষ করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার।
কেন্দ্রের পেশ করা বিলে মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন বা এমজিএনআরইজিএ বাতিল করে ‘বিকশিত ভারত গ্রামীণ রোজগার ও জীবিকা নিশ্চয়তা বিল’ বা ‘ভিবি জি রাম জি’ পেশ করা হয়। নতুন বিলে ১০০ দিনের বদলে ১২৫ দিন কাজের নিশ্চয়তার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু দায়ভারের বড় অংশ চাপিয়ে দেওয়া হয়েছে রাজ্যগুলির ওপর। 
এদিনই সংসদ ভবনে নতুন বিল পেশ করার প্রতিবাদ জানিয়ে মিছিল করেন বিরোধীরা। আলোচনায় অংশ নিয়ে সিপিআই(এম) সাংসদ অমরা রাম বলেছেন, গ্রামে কাজের নিশ্চয়তাকে খতম করতে চাইছে বিজেপি জোট সরকার। 
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান দাবি করেছেন স্বনির্ভর গ্রামীণ সমাজের যে চিন্তা মহাত্মা গান্ধী করেছিলেন, সেই লক্ষ্যে পৌঁছাতেই নতুন বিল। 
নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর নানাভাবে একশো দিন কাজের প্রকল্পে বাধা তৈরি করা হয়েছে। কমেছে বরাদ্দ। পশ্চিমবঙ্গে তিন বছর বন্ধ রাখা হয়েছে এই প্রকল্পের কাজ। তৃণমূল সরকারের দুর্নীতিকে কারণ দেখানো হলেও দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে 
ব্যবস্থা নেয়নি কেন্দ্রের বিজেপি সরকার। 
সিপিআই(এম) বলেছে, মূল আইনে গ্রামসভার মাধ্যমে এই প্রকল্পে গ্রামীণ জনতাকে যুক্ত করার ব্যবস্থা ছিল। নতুন বিলের প্রস্তাবে পুরোটাই দিল্লি থেকে চাপিয়ে দেওয়ার প্রবণতা স্পষ্ট। 
বিলের প্রস্তাব অনুযায়ী আইন পাস হলে ছয় মাসের মদ্যে প্রকল্প তৈরি করে পাঠাতে হবে কেন্দ্রকে। তবে কাজ কোন প্রকল্পে হবে তা ঠিক করবে কেন্দ্র।

Comments :0

Login to leave a comment