Nuclear Power Bill

দুর্ঘটনার দায় লঘু করে পরমাণু বিদ্যুতে বেসরকারি বিনিয়োগের বিল পাশ সংসদে

জাতীয়

পরমাণু বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারি সংস্থার জন্য খুলে দেওয়ার বিল পাশ হয়েছে সংসদে। দেশি বিদেশি বেসরকারি সংস্থার সুবিধার জন্য নিরাপত্তা বিধি বিপজ্জনক মাত্রায় শিথিল করা হয়েছে।
এই বিল, সংক্ষেপে ‘শান্তি’, বুধবার লোকসভায় পাশ হয়। বৃহস্পতিবার রাজ্যসভাতেও পাশ হয়েছে বিল। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স এখন থেকে বেসরকারি সংস্থাকে দেওয়া হবে। পরমাণু জ্বালানি এবং প্রযুক্ত সরবরাহকারী সংস্থাকে যে দায়িত্ব নিতে হয়, বিশেষ করে দুর্ঘটনার ক্ষেত্রে, তাকে কার্যত বাতিল করা হয়েছে। 
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের দাবি ২০৪৬:র মধ্যে দেশকে ১০০ গিগাওয়াট পরমাণু বিদ্যুৎ উৎপাদনে সক্ষম করে তুলতে এই বিল সহায়ক হবে। 
ভারতের পরমাণু বিদ্যুৎ ক্ষেত্রে ব্যবসার জন্য দেশি বিদেশি বেসরকারি কর্পোরেটের আগ্রহ দীর্ঘ সময় ধরেই রয়েছে। কিন্তু পরমাণু কেন্দ্রে দুর্ঘটনা বা অব্যবস্থার প্রভাব ভয়াবহ হওয়ায় কড়া নিরাপত্তা বিধি চালু রয়েছে। এদের ব্যবসার শর্ত ছিল দেশের মানুষের পক্ষে চালু নিরাপত্তা বিধিকে শিথিল করা। সে কাজ করেছে কেন্দ্রের বিজেপি জোট সরকার। বিলের উদ্দেশ্যে তাকে বলা হয়েছে ‘বাস্তবতাসম্পন্ন নাগরিক দায়বদ্ধতা পর্ব’। 
এই বিলে ১৯৬২’র পরমাণু বিদ্যুৎ আইন এবং পরমাণু কেন্দ্রে দুর্ঘটনায় জনসাধারণের ক্ষয়ক্ষতির দায় সংক্রান্ত আইন বাতিল করা হয়েছে।

Comments :0

Login to leave a comment