Arrested From Howrah

উগ্রপন্থী সন্দেহে হাওড়ায় গ্রেপ্তার ২ যুবক

রাজ্য

Arrested From Howrah


উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে শুক্রবার রাতে হাওড়ার টিকিয়াপাড়া অঞ্চল থেকে দুইজন ছাত্রকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশের এসটিএফ শাখা। ধৃত দুই ছাত্রের নাম মহম্মদ সাদ্দাম ও সৌয়দ আহমেদ। এরা দুইজন ই টিকিয়াপাড়া আফতাব আনসারী মুন্সী লেনের বাসিন্দা। মহম্মদ সাদ্দাম আলিয়া বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্চিনিয়ারিং এর ফাইনাল বর্ষের মেধাবী ছাত্র।

 
পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার এই দুইজন ছাত্রই কলকাতার একজন সন্দেহভাজন ব্যফক্তির সঙ্গে দেখা করে। তারা যখন হাওড়ার বাড়িতে আসছিল তখন তাদের পিছু নেয় পুলিশ। টিকিয়াপাড়ায় সাদ্দাম বাড়িতে ঢুকলেই বাড়ি ঢুকে তল্লাশি শুরু করে এস টি এফ এর সদস্যরা। সাদ্দামের ব্যজবহৃত কম্পিউটার ও ল্যািপটপ পরীক্ষা করে তা বাজেযাপ্ত করে। এছাড়াও সাদ্দামের ঘর থেকে বহু নথি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরিবারের সদস্যদের সামনে থেকে সাদ্দাম ও সৌয়দ আহমেদকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যায় এস টি এফ এর পুলিশ। ঘটনা প্রসঙ্গে সাদাম্মের দাদা গুলশন মল্লিক জানান তার ভাই এর সাথে কোন উগ্রপন্থী গোষ্ঠীর সাথে যোগাযোগ নেই। ভুলবশত পুলিশ তার ভাইকে গ্রেপ্তার করেছে।

Comments :0

Login to leave a comment