Noida

নয়ডায় বহুতলে লিফট ভেঙে নিহত ৪

জাতীয়

শুক্রবার গ্রেটার নয়ডায় একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে লিফট ভেঙে চারজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গৌড় শহরের  আম্রপালি বিল্ডার্সের দ্বারা নির্মাণ করা একটি বিল্ডিংয়ে। "চার জনের মৃত্যু হয়েছে। পাঁচ জনের অবস্থা গুরুতর এবং শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমাদের টিম শহরের হাসপাতালে উপস্থিত রয়েছে। আমাদের অফিসাররাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং সেখানে কেউ আটকা পড়েনি। যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের। তদন্ত চলছে...," বলেছেন জেলা ম্যাজিস্ট্রেট মনীশ ভার্মা।

 

Comments :0

Login to leave a comment