Road Accident

ডাম্পার-ভ্যানের সংঘর্ষে ৪ শ্রমিকের মৃত্যু

রাজ্য

ছবি অভীক ঘোষ


জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। বুধবার সকালে ১৯ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের হুগলির গুড়াপ থানার কংসারিপুর মোড়ে যন্ত্রচালিত ভ্যান এবং ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হয় ৪ জনের। মৃতরা হলেন জীবনদীপ বাউল দাস(২৬), মঙ্গলদীপ বাউল দাস(৩২),বিশ্বজিৎ রায়(৩৫) এবং দিবাকর সিং(২২)। তাদের প্রত্যেকের বাড়ি হুগলির গুড়াপ থানার সিয়াপুর গ্রামে।
দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় চারজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে দেহগুলির ময়নাতদন্ত হয়।
প্রতিবেশী কিশোর বাউল দাস বলেন, চারজনে মোটরভ্যানে ঢালাই মেশিন চাপিয়ে ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন। কংসারিপুর মোড়ে জাতীয় সড়কের উঠার সময় একটি ডাম্পার ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘাতক ডাম্পারটিকে ধরার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।
 

Comments :0

Login to leave a comment