NIGERIA DRONE

ড্রোন হামলায় ৮৫ জনের মৃত্যু, স্বীকার নাইজেরিয়ার

আন্তর্জাতিক

এক গ্রামে ড্রোন হামলায় ৮৫ জনের মৃত্যু স্বীকার করল নাইজেরিয়া। মঙ্গলবার রাষ্ট্রপতি বোলা তিনিবু বলেছেন, ‘‘ঘটনা অত্যন্ত উদ্বেগের। পিছনে কারা দ্রুত খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।’’
নাইজেরিয়ার নর্দার্ন কাদুনা প্রদেশের জরুরি সঙ্কট বিষয়ক বিভাগ ৮৫ জনের নিহত হওয়ার খবর স্বীকার করেছে এদিন। রাষ্ট্রপতি রয়েছেন দুবাই পরিবেশ সম্মেলনে। সেখানেই তাঁর মুখপাত্র জানিয়েছেন যে প্রশাসনকে পুর্ণ উদ্যোগে তদন্তে নামার নির্দেশ পাঠানো হয়েছে। 
রবিবার থেকে নাইজেরিয়ার নর্দার্ন কাদুনা প্রদেশের তুন্দুনবিরি গ্রামে একসঙ্গে ৮৫ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। প্রশাসন বা সেনা যদিও মুখ বন্ধ করেই ছিল। জানা গিয়েছে, ড্রোন হামলায় নিহত হয়েছেন ৮৫ জন। 
উত্তর পূর্বে ইসলামিক উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে দীর্ঘদিন ধরেই নাইজেরিয়ার সেনার সংঘাত চলছে। সেনা চুপ থাকলেও বিমানবাহিনী দাবি করেছে ড্রোন হামলার সঙ্গে বাহিনীর কোনও যোগ নেই। 
রাজধানী আবুজা থেকে ১৬৩ কিলোমিটার দূরে এই এলাকা

Comments :0

Login to leave a comment