প্যালেস্তাইনের সংহতিতে বুধবারও মিছিল হচ্ছে কলকাতায়। শিয়ালদহ থেকেু শুরু হয়েছে সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা এআইপিএসও’র মিছিল। অবিলম্বে যুদ্ধবিরতির দাবি করছে মিছিল।
ভিড়ে ঠাসা জনতার স্রোত শিয়ালদহ থেকে এগিয়ে চলেছে রাজাবাজারের দিকে। মিছিলের মাঝে সাংস্কৃতিক আন্দোলনের কর্মীরা গান গাইছেন, "যুদ্ধ নয় তোলো আওয়াজ"। একটি অটোকে ট্যাবলো বানিয়ে সেখান থেকে স্লোগানিং চলছে। সাধারণ মানুষের মধ্যে এই মিছিল নিয়ে যথেষ্ট উৎসাহ রয়েছে।
এআইপিএসও ছাড়াও ছাত্র,যুব,মহিলা, সংস্কৃতি আন্দোলনের কর্মীরা সহ অন্যান্য গণ সংগঠনগুলির কর্মীরা সমবেত হয়েছেন শিয়ালদহ চত্বরে। মিছিল শিয়ালদহ থেকে রাজাবাজার সায়েন্স কলেজ অবধি যাচ্ছে।
মিছিল ধিক্কার জানাচ্ছে ইজরাল-আমেরিকার যুদ্ধোন্মাদ অবস্থানকে। ইজরায়েলের পক্ষ নেওয়ায় প্রতিবাদ উঠছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধেও।
মঙ্গলবার ছাত্র-যুব এবং ট্রেড ইউনিয়নের দু’টি আলাদা প্রতিবাদ মিছিল হয়েছে কলকাতায়।
এআইপিএসও নেতৃত্ব জানিয়েছেন, বৃহস্পতিবার সারা দেশজুড়েই প্যালেস্তাইনের সংহতিতে মানুষ পথে নেমেছেন।
মিছিলের সামনের সারিতে রয়েছেন সিপিআই(এম)’র কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, রবীন দেব, মহিলা আন্দোলনের নেত্রী মালিনী ভট্টাচার্য এবং কনীনিকা ঘোষ বোস, রজত ব্যানার্জি সহ অন্যান্যরা।
Comments :0