উল্টো দিকে দিল্লি পৌরসভায় সংখ্যা গরিষ্ঠতা পাওয়া দিল্লির শাসক দল আম আদমি পার্টির পক্ষ থেকে ঘোষনা করা হয়েছে যে, শেলী ওবেরয় তাদের মেয়র পদ প্রার্থী এবং ডেপুটি মেয়র পদের জন্য লড়াই করবেন আলে মহম্মদ ইকবাল। চন্দানী মহল থেকে আপের টিকিটে জয়ী হয়েছেন ওবেরয়। অন্যদিকে পূর্ব পটেল নগর থেকে জয়ী হয়েছেন মহম্মদ ইকবাল।
চলতি মাসের প্রথম দিকে দিল্লি পৌরসভার ফল ঘোষনা হলে দেখা যায় ১৫ বছর পর দিল্লি পৌরসভা হাত ছাড়া হয়েছে বিজেপির। ২৫০ টি আসনের মধ্যে ১৩৪ টিতে জয়ী হয়েছে আপ। ১০৪ টি আসনে জয়ী হয়েছে বিজেপি। আগামী ৬ জানুয়ারি দিল্লি পৌরসভার মেয়র এবং ডেপুটি মেয়র পদে নির্বাচন হবে। নির্নাচিত কাউন্সিলররাই এই নির্বাচনে অংশ নেবেন। এর মধ্যে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে এই নির্বাচনকে ‘ওপেন গেম’ বলে চিহ্নিত করেছেন।
Comments :0