BUDDHADEV BHATTACHARYA HORPITALISED

সাড়া দিচ্ছেন, রাইলস টিউবে খাওয়ানো হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে

রাজ্য

BUDDHADEV BHATTACHARYA HORPITALISED পুরনো ছবি।

ডাকলে সাড়া দিচ্ছেন, মাঝো মাঝে চোখ মেলে তাকাচ্ছেনও বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি সম্পর্কে সংবাদমাধ্যমে এই তথ্য দিয়েছে হাসপাতাল। তাঁকে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে, যা ইতিবাচক বলে মনে করছেন চিকিৎসকরা। আপাতত চিকিৎসকদের লক্ষ্য ভট্টাচার্যকে ভেন্টিলেশন ব্যবস্থার বাইরে আনা। 

শনিবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ এই সিপিআই(এম) নেতাকে। রবিবার তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজ নিতে হাসপাতালে যান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য সূর্য মিশ্র, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। মেডিক্যাল বোর্ডের বৈঠকে ছিলেন সূর্য মিশ্র। 

এদিন হাসপাতালে গিয়েছেন আইএসএফ’র বিধায়ক নওসাদ সিদ্দিকীও। 

চিকিৎসক কৌশিক চক্রবর্তী হাসপাতালে সংবাদমাধ্যমে জানিয়েছেন, শুক্রবার রাত থেকে নতুন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। ফলে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা সময় না কাটলে সিটি স্ক্যান করে লাভ নেই। আপাতত লক্ষ্য হলো ফুসফুসে সংক্রমণ নিয়ন্ত্রণ, অক্সিজেন বাইরে থেকে নেওয়ার প্রয়োজন কমে কিনা তা দেখা এবং ভেন্টিলেশন থেকে বের করা।

Comments :0

Login to leave a comment