বিরোধীদের কন্ঠরোধ করতে সঠিকভাবে সংসদ অধিবেশন চালায়নি কেন্দ্রর মোদী সরকার। বৃহষ্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে সরাসরি আঙুল তোলে কেন্দ্রের দিকে। তিনি বলেন আদানি প্রসঙ্গে যেহেতু বারবার সরব হচ্ছিল বিরোধীরা সেই কারণে সংসদ অধিবেশনে কোনও ধরনের আলোচনা করতে দেয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সাংসদরা। বরং নিজেরাই বাজেট অধিবেশন ভন্ডুল করে গেছে। সিপিআই(এম), কংগ্রেস সহ বিরোধী দল গুলো আদানি প্রসঙ্গে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করে তদন্তের দাবি করেছিল আর সেই দাবি থেকে মুখ ঘওরাতে মরিয়া হয়ে ওঠে বিজেপি সরকার। আদানি প্রসঙ্গকে ধামাচাপা দিতে রাহুল গান্ধিকে হাতিয়ার করে নরেন্দ্র মোদী। সর্বশেষে রাহুল গান্ধির সাংসদ পদও খারিজ করে দেয়।
বৃহষ্পতিবার মল্লিকার্জুন খারগে সিপিআই(এম) সাংসদদের সঙ্গে নিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন সরকারের এই নীতির বিরুদ্ধে বরোধীরা ‘তিরঙ্গা অভিযান’ করবেন। সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত যাবে এই অভিযান। সম্মিলিত এই সাংবাদিক সম্মেলনে বিরোধী সাংসদরা বলেন সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও কাজে কিছুই করে না। মল্লিকার্জুন বলেন বিরোধীদের এতোটাই উপেক্ষা করছে সরকার যে ৫০ লক্ষ কোটির বাজেট কোনও আলোচনা ছাড়াই ১২ মিনিটে সংসদে পাশ করিয়ে দেওয়া হয়। ভারতবর্ষের ইতিহাসে গত ৫২ বছরে এমন ঘটনা ঘটেনি। বিরোধীরা যখনই কিছু বলতে চায় তখন সুযোগ দেওয়া হয় না। সেই কারণে বিজেপি সরকারে বিরুদ্ধে আরও বেশী করে পথে নামবে বিরোধীরা।
Comments :0