SSC SCAM ABHISHEK

নিয়োগ কান্ডে ভাইপোকে নোটিশ পাঠালো সিবিআই

রাজ্য

নিয়োগ কান্ডে অবশেষে অভিষেককে নোটিশ সিবিআই’এর। কুন্তল ঘোষের চিঠি সংধক্রান্ত বিষয়ে তৃণমূলের সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশনামায় উল্লেখ ছিল, কুন্তল ঘোষের চিঠির বিষয়ে সিবিআই যদি মনে করে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে। নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

এদিন শীর্ষ আদালত ওই মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ (Interim Stay) দিয়েছে। তাসত্বেও এই নোটিশ পাঠানো হয়েছে অভিষেককে। যদিও তৃণমূল সূত্রে খবর, এই নোটিশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চলেছেন তিনি। হাজিরাও দিতে যাবেন না তিনি।

Comments :0

Login to leave a comment