খাদ্য দপ্তরে দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী জানতেন না এমন নয়। সিএজি রিপোর্ট চাওয়া সত্ত্বেও সরকার বারবার নির্বিকার থেকেছে লুটকে প্রশ্রয় দেওয়ার জন্য। এই দুর্নীতির দায় এড়াতে পারেন না মুখ্যমন্ত্রী।
শনিবার দিল্লিতে সংবাদমাধ্যমের প্রশ্নে এই মন্তব্য করেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেছেন, ‘‘সিএজি অনেকগুলি বিষয় জানতে চেয়ে প্রশ্ন পাঠিয়েছিল। তথ্যের অধিকার আন্দোলনের বিভিন্ন কর্মী তথ্যে অসঙ্গতি পেয়েছেন বলে জানতে চেয়ে প্রশ্ন পাঠিয়েছেন। সেগুলির উত্তর দেওয়া হয়নি। রাজ্যের সংবাদমাধ্যমে নির্দিষ্ট অভিযোগ তোলা হয়েছে। সে সম্পর্কেও নীরব থেকেছে সরকার এবং মুখ্যমন্ত্রী।’’
আদালতে ইডি’র অভিযোগ, তিনটি ভুয়ো সংস্থায় রেশন দুর্নীতির টাকা জমা করা হতো। শুক্রবারই ব্যাঙ্কশাল কোর্টে ইডি বলে যে রেশনে বরাদ্দ শস্য খোলা বাজারে বিক্রি করা হতো। এই ভুয়ো সংস্থার ডিরেক্টর একসময়ে থেকেছে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী বা মেয়ে। দেখা গিয়েছে মন্ত্রীর বাড়ির পরিচারক এবং রাঁধুনিকেও ডিরেক্টর করে দেওয়া হয়েছে। তিনটি সংস্থা বন্ধ করে প্রায় ২০ কোটি টাকা পাঠানো হয় বাকিবুর রহমানের এক আত্মীয়ের অ্যাকাউন্টে।
চক্রবর্তী বলেছেন, ‘‘খাদ্য দপ্তরে লুট অব্যাহত থেকেছে বছরের পর বছর। সে কারণে খাদ্য দপ্তরে দীর্ঘদিন একজনকেই মন্ত্রী রাখা হয়েছে। বহু অভিযোগ জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি।’’
শুক্রবার ভোরে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করেছে ইডি। তার আগে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়েছিল ইডি।
তিনি বলেন, ‘‘সিএজি’র প্রশ্নের উত্তর না দেওয়ার সিদ্ধান্ত একা জ্যোতিপ্রয় মল্লিকের হতে পারে না। মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিব দায় এড়িয়ে যেতে পারেন না। ‘বালু’ তো অপরাধী বটেই। কিন্তু জ্যোতিপ্রিয়ের পেছনে কে, ভাগ পেত কে, বহু অভিযোগ থাকা সত্ত্বেও জ্যোতিপ্রিয়কে মন্ত্রীর পদে রেখে দেওয়া হয়েছে কেন, এই প্রশ্নের উত্তর দিতে হবে।’’
চক্রবর্তী এদিনও বলেন, মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন যে তিনি ১০ কোটি মানুষকে রেশন দেন। অথচ সাড়ে সাত কোটির বেশি মানুষ রেশন নেন না। তা’হলে আড়াই কোটি মানুষের রেশন লুটপাট করে দিল, তার ভাগ নিল কে? চক্রবর্তী স্পষ্ট বলেছেন যে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী এই দুর্নীতির দায় এড়িয়ে যেতে পারেন না।
Comments :0