নব্বইয়ের দশকে র্যাগিংয়ের বিরুদ্ধে বামফ্রন্ট সরকারের সময় আইন তৈরি করা হয়েছিল রাজ্যে। কিন্তু ২০১৩ সালের পর সেই সংক্রান্ত কমিটির কাজ বন্ধ হয়ে গেল? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু ঘটনায় ধিক্কার এ কথা বলেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
রবিবার জলপাইগুড়ি চক্রবর্তী বলেন, ‘‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমি একজন প্রাক্তনী। এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা স্বপ্নদীপের এমন মৃত্যুর ঘটনা ভাবাই যায় না। অনেক স্বপ্ন নিয়ে একটি ছেলে এখানে পড়তে আসে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর ঘটনা নিয়ে গভীরভাবে তদন্ত হওয়া উচিত।’’
চক্রবর্তী বলেন, ‘‘প্রকাশ্যে আসা উচিত সম্পূর্ণ বিষয়। অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিত। যারা এই ঘটনা যারা ঘটিয়েছে তারা অপরাধী। কর্তৃপক্ষ এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না। সামগ্রিক বিষয়টি সামনে আসা উচিৎ।’’
চক্রবর্তীর প্রশ্ন, ‘‘বিশ্ববিদ্যালয়ে র্যাগিং রোধ কমিটি আছে কি এখন? থাকলে তাদের ভুমিকা কী’’।
এদিন ধুপগুড়ির উপনির্বাচনের প্রস্তুতিতে সিপিআই(এম) ডাকে কর্মীসভায় বক্তব্য রাখেন চক্রবর্তী।
Comments :0