COAL MINE PRIVATISATION RAHUL

কয়লা খনি বেসরকারিকরণ সমর্থন করবে না কংগ্রেস, দাবি রাহুলের

জাতীয়

বেসরকারি হাতে দেওয়া হচ্ছে বলেই শ্রম আইন মানা হচ্ছে না খনিতে। শ্রমিকরা দাসের মতো কাজ করতে বাধ্য হচ্ছেন। কেবল কিছু পুঁজিপতি লাভবান হচ্ছেন। ধনীরা আরও ধনী হচ্ছে, গরিবরা আরও গরিব। 

নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করে এই অবস্থান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 

রাহুল বলেছেন, ‘‘কিছুদিন আগে সিঙ্গারেনি খনির শ্রমিকদের সঙ্গে কথা বলার সুযোগ হয়। তাঁদের সমস্যা শুনি। আমার মনে হয়েছে যন্ত্রণার মূলে রয়েছে বেসরকারিকরণ।’’ 

রাহুল বলেছেন, ‘‘কংগ্রেসের অবস্থান অত্যন্ত স্পষ্ট। দেশের মৌলিক ভিত্তি তৈরি রয়েছে এমন ক্ষেত্রে বেসরকারিকরণ করা যাবে না।’’

উদারীকরণের তিন দশকে কেন্দ্রে বিভিন্ন সময়ে আসীন হলেও কংগ্রেস এমনকি খনি বেসরকারিকরণকে সমর্থনই করেছে। মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস জোট সরকারের মেয়াদে সমর্থক বামপন্থীদের একাধিক পর্বে মতভেদও হয়েছে কয়লা বা ইস্পাতের মতো দেশের ভিত্তিমূলক ক্ষেত্রে বেসরকারিকরণ নিয়ে। সেই বিচারে রাহুলের এই বক্তব্যের আলাদা গুরুত্ব রয়েছে। 

তেলেঙ্গানায় নির্বাচনী প্রচারে বিভিন্ন অংশের সঙ্গে মতবিনিময় করেন রাহুল। ছাত্র থেকে কারিগর, খনি শ্রমিকদের সঙ্গে বার্তালাপ হয়। রাহুল বলেন, ‘‘ভারত জোড়ো যাত্রারই সম্প্রসারিত অংশ এই বার্তালাপ।’’

Comments :0

Login to leave a comment