Corruption in PMAY

আবাসে দুর্নীতি, প্রতিবাদে ডেপুটেশন ও বিক্ষোভ পূর্ব মেদিনীপুরে

রাজ্য

Corruption in PMAY

আবাস যোজনার তালিকায় স্বজন-পোষণ ও দুর্নীতির প্রতিবাদে ও দলমত নির্বিশেষে প্রকৃত প্রাপকদের তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে বুধবার পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে বিডিও'র কাছে ডেপুটেশন দেওয়া হল সিপিআই(এম) এর পক্ষ থেকে।


এদিন কোলাঘাট বাজার থেকে বিডিও অফিস পর্যন্ত মিছিল শেষে অবস্থান বিক্ষোভ চলে। সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, ইব্রাহীম আলী, কাঞ্চন মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। অন্যদিকে চাঠরাতে শহীদ মাতঙ্গিনী ব্লক অফিসের সামনে দীর্ঘ সময় ঘেরাও চলে। নেতৃত্ব দেন অমল কুইলা, চিত্ত খান, ফরিদ আলী সহ অন্যান্যরা।


আবাস যোজনায় সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে হলদিয়া ব্লকের বিডিওকে ঘেরাও করে বিক্ষোভ ও ডেপুটেশনে সামিল হন সাধারণ মানুষ। সিপিআই(এম) হলদিয়া গ্রামীণ এরিয়া কমিটির উদ্যোগে এই কর্মসূচির নেতৃত্ব দেন পার্টি নেতা পরিতোষ পট্টনায়েক, অচিন্ত্য শাসমল, মন্দিরা পণ্ডা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তিনটি ব্লক এলাকায় প্রকৃত প্রাপকদের তালিকা জমা দেওয়া হয় বিডিও'র কাছে। সেই সঙ্গে প্রত্যেকটি বুথ এলাকার তালিকায় অযোগ্য প্রাপকদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment