DA case High Court order

আন্দোলনরত সরকারি কর্মীদের সাথে সরকারকে বৈঠকে বসার নির্দেশ হাই কোর্টের

রাজ্য

বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলনরত সরকারি কর্মচারিদের সঙ্গে সরকারকে বৈঠকে বসার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিসন বেঞ্চের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৭ এপ্রিলের মধ্যে মুখ্যমসচিব এবং অর্থসচিবকে আন্দোলনরত কর্মীদের তিনজনের সাথে বৈঠকে বসতে হবে। আদালতের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে ১৭ তারিখের বৈঠক থেকে ইতিবাচক দিক বেরিয়ে আসে।
ডিএ’র দাবিতে ৭০ দিন টানা শহীদ মিনার চত্বরে ধর্না চালিয়ে যাচ্ছে সরকারি কর্মীদের একটা বড় অংশ। তার মধ্যে ৪২ দিন টানা অনশন চালিয়েছেন আন্দোলনরত কর্মীরা।


তৃণমূলের পক্ষ থেকে এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য একাধিক চেষ্টা করা হয়েছে। কখনও বোমা মারা হুমকি দিয়ে পোস্টার বা কখনও শহীদ মিনারে সভার মাধ্যমে আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। 
গত সপ্তাহে সরকারি টাকায় দলীয় ধর্না মঞ্চ থেকে সরকারি কর্মীদের চোর ডাকাত বলে অপমান করেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরের দিন শহীদ মিনারে মহা সমাবেশ করেন সরকারি কর্মীরা।


আদালতের নির্দেশে বৈঠক হলেও কোন ইতিবাচক দিক বেরিয়ে আসবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। তার কারণ মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন ‘মাথা কেটে নিলেও’ ডিএ দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।  আগামী ১০-১১ এপ্রিল দিল্লিতে ধর্নায় বসার কথা আন্দোলনরত সরকারি কর্মীদের।

Comments :0

Login to leave a comment