Sandeshkhali DYFI

সন্দেশখালি: ২ মার্চ বসিরহাট এসপি দপ্তর অভিযানের ডাক যুবদের

রাজ্য

সন্দেশখালিতে ডিওয়াইএফআই সভাপতি ধ্রুবজ্যোতি সাহা।

বসিরহাটে এসপি অফিস অভিযানের ডাক দিল ডিওয়াইএফআই। শনিবার সন্দেশখালিতে গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক সপ্তর্ষি দেব। 
এই সাংবাদিক সম্মেলনে ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, সংগঠনের নেত্রী পারমিতা চৌধুরী সহ সংগঠনের নেতৃবৃন্দ। সপ্তর্ষি বলেন, ‘‘আজ বসিরহাট এস অফিসের সামনে আমাদের যেভাবে আটকানো হয়েছে তার নিন্দা করছি। এসপি’কে ব্যবস্থা নিতে হবে। মানুষ মুখ খুলেছেন। যন্ত্রণার কথা বলেছেন। লিখিতভাবে এসপি অপিসে জমা করা হয়েছে।’’ তিনি বলেন, ‘‘শাহজাহানকে পুলিশ ধরছে না আর খেতমজুর আন্দোলনের নেতা প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করে রাখা হয়েছে।’’


মীনাক্ষী মুখার্জি বলেন, ‘‘শেখ শাহজাহানকে কি সন্দেশখালি থানাতে লুকিয়ে রেখেছে? সরবেড়িয়া বাজারে ক’টি সিসি ক্যামেরা আছে। ইডি ধরতে এল যখন যারা বেরিয়ে এসে ইডি’র লোকজনকে মারধর করল আজ অব্দি ধরা হলো না। রাজ্য পুলিশ, ইডি, বসিরহাট এসপি, সন্দেশখালি থানা তার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা কোন কোম্পানির সর্ষের তেল নাকে দিয়ে ঘুমাচ্ছিল? ইডি মার খেল আর ইডি চুপচাপ দাঁড়িয়ে দেখল?’’ 
মীনাক্ষী বলেন, ‘‘শেখ শাহজাহান কোথায় আইবি জানে না! একথা আমরা কেন রাজ্যের কোনও বাচ্চা ছেলেমেয়েও বিশ্বাস করবে না। তা’হলে কি পুলিশ মন্ত্রী শেখ শাহজাহানের পিঠ চাপড়ে বলতে চাইছেন যে যা করেছিস বেশ করেছিস, আমি তোদের সঙ্গে আছি?’’ 
তিনি বলেন, ‘‘পার্থ ভৌমিকরা আজই সন্দেশখালি গেলেন কেন? কেন বিডিও তাঁদের নিয়ে গ্রামের লোকজনকে ডেকে কে কোন জমি ফেরত পাবে দেখতে গেলেন? তা’হলে কি মন্ত্রী, তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী, বিডিও জেলা প্রশাসন স্বীকার করে নিল যে সন্দেশখালির গরিব মানুষের জমি জোর করে কেড়ে নেওয়া হয়েছে? স্বীকার করে নিল জমি কেড়ে নোনা জল ঢুকিয়ে মানুষকে টাকা না দিয়ে দিনের পর দিন অত্যাচার করেছে? আর তারপর মানুষের, মা-বোনেদের মান সম্মান নিয়ে খেলেছে?’’
মুখ ঢাকা র্যাফের পোশাক পরে হেলমেট পরে কারা ছিল এদিন, সেই প্রশ্ন তোলে ডিওয়াইএফআই নেতৃবৃন্দ। ১৪৪ ধারা মানে কী, তার জবাব চেয়েছেন তাঁরা। কারণ তৃণমূলের মন্ত্রীদের বেলা, দলের লোকজনদের ক্ষেত্রে এই বিধি খাটছে না। তাদের ঢুকতে দেওয়া হচ্ছে। বিরোধী অংশের কেউ গেলেই আটকে দেওয়া হচ্ছে।

Comments :0

Login to leave a comment