ফিলিপাইনসে প্রবল বৃষ্টিতে বন্যায় ভেসে গেছে বহু এলাকা। ধসে পড়েছে বহু ঘড়বাড়ি। বহু মানুষ ঘড়ছাড়া। বন্যায় ভেসে গিয়ে কম করে ২৯ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ ২৫ জন। দেশের ৩হাজার ২০০ ঘড় বাড়ি ধসে গেছে। বহু রাস্তা ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বছর শেষের বন্যার প্লাবনে ভেসে গেছে বড়দিনের ছুটির উৎসব। সরকারি সূত্র উল্লেখ করে সংবাদ সংস্থা জানাচ্ছে, বন্যায় ঘড়ছাড়া ৮৬ হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। ফিলিপাইনসের দক্ষিণের রাজ্য মিসামিসে উপকূলের সেনাকর্মীরা বন্যায় দুর্গত মানুষকে উদ্ধারের কাজে নেমেছে। এদিকে বন্যায় যে ২৯ জন প্রাণ হারিয়েছেন তার মধ্যে ১৮ জন হলেন উত্তর মিনদারাও এলাকার বাসিন্দা।
Comments :0