আগামী ১৫-২০ দিনের মধ্যেই পতন ঘটবে শিন্ডে সরকারের! এমনই ‘‘মৃত্যু পরোয়ানা’’ জারি উদ্ধব গোষ্ঠীর। রবিবার উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত হুংকার দিয়েছেন এই মর্মে।
সাংবাদিকদের সাথে কথা বলার সময়, রাউত, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং উদ্ধব থ্যাকারে শিবসেনা (UBT) এর একজন প্রধান নেতা বলেন যে তার দল আদালতের আদেশের জন্য অপেক্ষা করছে এবং আশা করছে যে ন্যায়বিচার হবে।
উদ্ধব গোষ্ঠীর রাজ্যসভার সদস্য থ্যাকারে নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহকারী ১৬ জন শিবসেনা বিধায়কের (শিন্ডে গোষ্ঠীর) অপসারণ চাওয়া সহ একটি আবেদনের পরিপ্রেক্ষিতে মুলতুবি থাকা সুপ্রিম কোর্টের রায়ের কথা উল্লেখ করেন তিনি।
“বর্তমান মুখ্যমন্ত্রী এবং তাঁর ৪০ জন বিধায়কের সরকার ১৫-২০ দিনের মধ্যে ভেঙে পড়বে। এই সরকারের মৃত্যু পরোয়ানা জারি হয়েছে। কে এতে স্বাক্ষর করবে তা এবার সিদ্ধান্ত নেওয়া হবে,” রাউত দাবি করেছেন।
শিবসেনা (UBT) নেতা এর আগে দাবি করেছিলেন যে ফেব্রুয়ারিতেই শিন্ডে সরকারের পতন হবে।
গত বছরের জুন মাসে, শিন্ডে এবং ৩৯ জন বিধায়ক সেনা নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন যার ফলে থ্যাকারের নেতৃত্বাধীন মহা বিকাশ আঘাদি সরকার (যা এনসিপি এবং কংগ্রেসও নিয়ে গঠিত) এর পতন ঘটে।
Comments :0