শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ একদা তৃণমূল নেতা বর্তমান বিজেপি নেতা ও শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দিবাকর জানা এবং তৃণমূল নেতা ও শান্তিপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিম আলিকে টেন্ডার দুর্নীতির ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় এই দুই নেতাকে আটক করেছে পুলিশ বলে পুলিশ সূত্রে জানা গেছে। রাত ৮ নাগাদ জেলা পুলিশ সুপার অমরনাথ কে জানান এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। জিজ্ঞাসাবাদ চলছে দুজনকেই।
উল্লেখ্য কয়েক বছর আগেই টেন্ডার দুর্নীতিতে নাম জড়ায় এই দুই নেতার। তখন দুজনেই তৃণমূলের নেতা ছিলেন। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে টেন্ডারের মাধ্যমে রাস্তা সারানোর জন্য দু কোটিরও বেশি টাকার বোল্ডার কেনা হয় শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি থেকে। কিন্তু সেই বোল্ডার রাস্তা সারানোর কাজে লাগানো হয়নি বলেই অভিযোগ ছিল প্রথম থেকেই। একাধিকবার এই বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ জমা পড়েছে। সেই সময় পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের সর্বময় কর্তা ছিলেন শুভেন্দু অধিকারী। দিবাকর জানা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ প্রথম থেকেই। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার সময় শুভেন্দু অধিকারীর সঙ্গে দিবাকর জানাও তৃনমূল ত্যাগ করে।
অন্যদিকে শান্তিপুর ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শেখ সেলিম আলীর নামি একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাও এই সেলিম আলী। তাপ বিদ্যুৎ কেন্দ্রে বেআইনিভাবে কর্মী নিয়োগ, তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছাই বিক্রিসহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে মেচেদা এলাকার এই হাই প্রোফাইল তৃণমূল নেতার। এই দুই নেতাকেই টেন্ডার দুর্নীতির অভিযোগে আটক করেছে জেলা পুলিশ।
Comments :0