ভয়াবহ বিস্ফোরণ হলো মহারাষ্ট্রের নাসিকের এক কারখানায়। আহ হয়েছে শ্রমিকদের অনেকে। ১৪ জন শ্রমিককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তার মধ্যে ৫ জনের অবস্থা সঙ্কটজনক। কয়েকজন শ্রমিককে উদ্ধার করা গেলেও কারখানার ভেতর আটকে রয়েছেন ২ শ্রমিক। বিকেলে জানা গিয়েছে আহতদের মধ্যে মারা গিয়েছে ২ জন।
নাসিকের মুন্ডেগাওঁ গ্রামে এই কারখানার বয়লার ফেটে গিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এলাকায় রয়েছে দমকলের দশটি ইঞ্জিন। উদ্ধারকাজের চেষ্টা চলছে। তবে আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা যাচ্ছে না।
জিন্দল গোষ্ঠীর এই পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে চিকিৎসার সব সহায়তার ঘোষণা করেছেন।
Comments :0