পূর্ব বর্ধমান জেলায় ফের এক কৃষক আত্মঘাতী হলেন ঋণের ফাঁসে। বর্ধমান থানার মিলিকপাড়ায় কীটনাশক খেয়ে এক ভাগচাষী আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম নীলকান্ত হাজরা(৬০)। বুধবার দুপুরে জমিতে গিয়ে তিনি কীটনাশক খান। স্থানীয় বাসিন্দারা তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তাঁরা। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। চাষে লোকসান ও মহাজনী ঋণের কারণে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মঘাতী হয়েছেন এমনটাই অভিযোগ পরিবারের।
পরিবার সূত্রে জানা গিয়েছে, নীলকান্তবাবু গতবছর ভাগে ছ’বিঘে জমিতে আলু চাষ করেছিলেন। চাষ করার জন্য মহাজনদের কাছে ঋণ নেন তিনি। কিন্তু, আলুতে দাম না পাওয়ায় সেই ঋণ শোধ করতে পারেননি তিনি। তাই এবারও তিনি আলু চাষ করেন। কিন্তু, এবার আলু নষ্ট হয়ে যায়। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একদিকে চাষে লোকসান, অন্যদিকে মহাজনী ঋণের চাপ, দুইয়ের মাঝে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মঘাতী হয়েছেন।
মৃতার ছেলে রজনীকান্ত হাজরা বলেন, বাবা গতবছর ভাগে ছ’বিঘে জমিতে আলু চাষ করেছিলেন। আলু চাষ করার জন্য মহাজনের কাছ থেকে ঋণ নেন বাবা। কিন্তু, আলু দাম না পাওয়ায় সেই ঋণ শোধ করতে পারেননি। এবারও ছ’বিঘে জমিতে ফের আলু চাষ করেছিলেন বাবা। ভেবেছিলেন, আলু বিক্রি করে সেই ঋণ শোধ করবেন। কিন্তু, জমিতেই আলু নষ্ট হয়ে যায়। এরপর বাবাকে ঋণ মেটানোর চাপ দেয় মহাজনরা। সেকারণে মানসিকভাবে ভেঙে পড়ে বাবা আত্মঘাতী হয়েছেন।
Farmer Suicide
ফের ঋণের ফাঁসে আত্মঘাতী কৃষক
×
Comments :0