INFLATION AUGUST

আগস্টে খাদ্যদ্রব্যে প্রায় ১০% মূল্যবৃদ্ধি

জাতীয়

খুচরো বাজারে আগস্টে মূল্যবৃদ্ধির হার ৬.৮৩ শতাংশ। জুলাইয়ে এই হার ছিল ৭.৪৪ শতাংশ। জাতীয় পরিসংখ্যান দপ্তর এই তথ্য জানিয়েছে মঙ্গলবার। 

আগস্টে খাদ্যদ্রব্যে মূল্যবৃদ্ধির হার প্রায় ১০ শতাংশ ছুঁয়েই থেকেছে। পরিসংখ্যান দপ্তর জানাচ্ছে, আগের বছরের তুলনায় এবারের আগস্টে সূচক বৃদ্ধির হার ৯.৯৪ শতাংশ। জুলাইয়ে যদিও আরও বেশি ছিল, ১১.৫১ শতাংশ। 

রিজার্ভ ব্যাঙ্ক মূল্যবৃদ্ধির হার ৪ শতাংশের আশেপাশে বেঁধে রাখার লক্ষ্য জানিয়েছে। অর্থনীতি তা থেকে এখনও অনেক দূরে। আগস্টে সামান্য হার কমেছে কারণ ভোজ্যতেলের দাম ১৫.২৮ শতাংশ কমেছে। 

 

Comments :0

Login to leave a comment