বৃহস্পতিবার সন্ধ্যায় বিচালিঘাটে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে আহত হয়েছেন ২১ জন। আহতদের মধ্যে রয়েছে ২ শিশু।
বিচালিঘাটে গ্যাস বিস্ফোরণে আহতদের ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। দুজনকে ভর্তি করা হয়েছে সিএমআরআই'তে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ। আগুন নেভাতে স্থানীয়রাও নেমে পড়েন। অগ্নিকাণ্ডের মধ্যেই বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে জানান স্থানীয়রা।
প্রাথমিক তদন্তের পর পুলিশ তানিয়েছে একটি বাড়ির একতলায় রান্নার গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ হয়। ঘটনাস্থল থেকে রান্নার গ্যাসের সিলিন্ডারের টুকরো মিলেছে বলে পুলিশ জানিয়েছে।
Comments :0