তামিলনাডুর বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে আয়কর বিভাগ। জানা গিয়েছে একটি আবাসন নির্মাণ সংস্থার বিভিন্ন দপ্তরে চলছে তল্লাশি।
তামিলনাড়ুর সরকারে আসীন ডিএমকে'র একাংশ এই সংস্থা জি স্কোয়ারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ বিজেপি'র। সেই সূত্রে, বিরোধী ডিএমকে'কে বিপাকে ফেলার প্রয়াস, তল্লাশি ঘিরে এই অভিযোগ উঠতে শুরু করেছে।
কেন্দ্র, বিশেষ করে রাজ্যপালের সঙ্গে বারবার সংঘাত বেঁধেছে ডিএমকে সরকারের।
Comments :0