Traveller need covid negative report

চীন-জাপান সহ ৬ দেশ থেকে এলে লাগবে কোভিড রিপোর্ট

জাতীয় আন্তর্জাতিক

১ জানুয়ারি থেকে চীন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড থেকে ভারতে আসলে আনতে হবে কোভিড(Covid) নেগেটিভ রিপোর্ট। বৃহস্পতিবার জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব‍্য (Mansukh Mandavya)। ভারতে আসার আগে এয়ার সুবিধা পোর্টালে তাদের আর টিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টার আপলোড করতে হবে।


টেস্ট রিপোর্ট ৭২ ঘন্টার বেশি পুরনো হলে চলবে না। চীন, জাপান, ব্রাজিল, কোরিয়া সহ বেশ কিছু দেশে ফের কোভিড সংক্রমন বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। চিকিৎসকদের মতে করোনার নতুন প্রকরণ বিএফ ৭(BF7) কারনেই সংক্রমন বাড়ছে। দেশে এখনও করোনা পরিস্থিতি উদ্বেগজনক জায়গায় না পৌঁছালেও রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র। এদিকে গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ২৬৮ (268)জন।

Comments :0

Login to leave a comment