সরকারি কর্মচারী, শিক্ষকদের প্রকাশ্য মঞ্চ থেকো অপমান করেছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা জুড়ে চলল প্রতিবাদ।
রাজ্যের সর্বত্র প্রতিবাদ জানাচ্ছেন কর্মচারী, শিক্ষকরা। এদিন মালদহেও হয়েছে প্রতিবাদ, ধিক্কার।
ধর্মতলায় ধরনা মঞ্চ থেকে আন্দোলনরত শিক্ষক, কর্মীদের 'চোর ডাকাত' পর্যন্ত বলেছেন মুখ্যমন্ত্রী।
এদিন সকাল থেকেই জলপাইগুড়িতে শুরু হয় ধিক্কার জানানোর কর্মসূচি। ব্যাচ পড়ে প্রতিবাদ দিবস পালন করা হয়। জেলার বেশিরভাগ বিদ্যালয় ও বিভিন্ন দপ্তরে।
এরপর বিকেলে জেলার সমস্ত সার্কেল অফিস, ডিএম অফিস ও জলপাইগুড়ি জেলা দায়রা আদালতেও বিক্ষোভ হয়। সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে যৌথ মঞ্চের আহবানে প্রতিবাদ বিক্ষোভ সভা সংগঠিত হয়। ডিএ সহ একাধিক দাবিতে এসআই-দের মাধ্যমে চেয়ারম্যানের কাছে ডেপুটেশন প্রদান করেন শিক্ষকরা। ডিপিএসসি চেয়ারম্যান ও ডিআই তথা সেক্রেটারি ডিপিএসসি এবং অর্থ আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়।
শিক্ষক ও কর্মচারীরা মালদহের ফোয়ারা মোড়ে পথসভা করেন। বক্তব্য রাখেন জেলার কর্মচারী আন্দোলনের নেতা শশাঙ্কশেখর নাগ, সুবীর রায়, অরুণ প্রসাদ, বিমল মল্লিক, দিলীপ বাঘিড়া, প্রদীপ বাঘিড়া সহ কর্মচারী ও শিক্ষক আন্দোলনের নেতৃবৃন্দ।
Comments :0