হিংসা বিধ্বস্ত মণিপুরে রাহুল গান্ধী। মণিপুরে দুই দিনের সফরে পৌঁছেছেন তিনি। কিন্তু রাজ্যের রাজধানী ইম্ফল থেকে চুরাচাঁদপুরের দিকে রওনা হলে রাহুল গান্ধীর কনভয়কে নিরাপত্তার অজুহাতে মণিপুর পুলিশ বাধা দেয়।
ইম্ফল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বিষ্ণুপুরে রাহুলের কনভয় থামানো হয়। এদিন তিনি চুরাচাঁদপুরের দিকে রওনা হন, যেটি জাতিগত হিংসার সবচেয়ে খারাপ ঘটনা প্রত্যক্ষ করেছে। বেশ কয়েক সপ্তাহ ধরে রাজ্যকে নাড়া দিয়েছে এখানকার ঘটনাগুলি।
মণিপুর পুলিশ রাহুল গান্ধীর কনভয়কে বাধা দেওয়ার জন্য নিরাপত্তার আশঙ্কার কথা উল্লেখ করেছে। বিষ্ণুপুরের পুলিশ সুপার বলেছেন যে তার কনভয়কে "হামলাকারীদের রথ" বলে ভুল করা হতে পারে।
"রাহুল গান্ধীকে এগিয়ে যেতে দেওয়া যাবে না। আমরা তার নিরাপত্তা নিয়ে চিন্তিত," বলেছেন বিষ্ণুপুরের এসপি। "এখানে অগ্নিসংযোগ হয়েছে এবং গত রাতেও পরিস্থিতি খুবই খারাপ ছিল। রাহুল গান্ধীর কনভয়কে চুরাচাঁদপুরে হামলাকারীদের বলে ভুল করা হতে পারে," পুলিশ কর্মকর্তা বলেছেন।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার মণিপুরে পৌঁছেছেন সংঘাত-বিধ্বস্ত রাজ্যে গুরুত্বপূর্ণ সফরে। ২৯ এবং ৩০ জুনের জন্য নির্ধারিত এই সফরের লক্ষ্য ক্রমবর্ধমান সঙ্কট মোকাবেলা করা এবং হিংসায় ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের প্রতি সমর্থন প্রসারিত করা।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল নিশ্চিত করেছেন যে তার সফরকালে রাহুল গান্ধী নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে কথা বলবেন এবং ইম্ফল ও চুরাচাঁদপুরে ত্রাণ শিবির পরিদর্শন করবেন।
Comments :0