Maharashtra bypolls

মহারাষ্ট্রের উপনির্বাচনে ১ আসনে এগিয়ে কংগ্রেস

জাতীয়

মহারাষ্ট্রের চিঞ্চওয়াড়ের উপনির্বাচনে, বিজেপির অশ্বিনী জগতাপ ১২,০০০ ভোটে এগিয়ে আছেন যখন এনসিপির নানা কেট এবং নির্দল প্রার্থী রাহুল কালাতে এগিয়ে রয়েছেন। কসবা পেঠ উপ-নির্বাচনে, ইতিমধ্যে কংগ্রেস প্রার্থী রবীন্দ্র ধাঙ্গেকর বিজেপির ঘাঁটিতে কসবা বিধানসভা আসনে জয়ী হয়েছেন।
কসবা আসনটিতে, নবম রাউন্ডের গণনার পরে ধাঙ্গেকর ৩৪,৭০১ ভোট পেয়েছিলেন এবং বিজেপি প্রার্থী হেমন্ত রাসানেকে টপকে যান, যিনি এখনও পর্যন্ত ৩০,২৫৮ ভোট পেয়েছেন, নির্বাচনী কর্মকর্তাদের মতে।
মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস কমিটির এবং মহা বিকাশ আঘাদি (এমভিএ) কর্মীরা গণনা কেন্দ্রের বাইরে একটি ইতিমধ্যেই উৎসবে মেতেছেন। 

মহারাষ্ট্রে উপনির্বাচন বাড়তি গুরুত্ব পেয়েছে রাজ্যের রাজনীতিতে বড় রদবদলের কারণে। রাজ্যে শিবসেনা-কংগ্রেস-ওনসিপি জোট সরকার পড়ে গিয়েছে। শিবসেনা থেকে একনাথ শিন্ডে একাংশকে ভেঙে বের করে বিজেপি’তে যোগ দেন।  শিন্ডেকে নিয়ে সরকারে ফেরে বিজেপি। শিন্ডেকে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে উপমুখ্যমন্ত্রী হন দলের নেতা দেবেন্দ্র ফড়নবিশ। কিন্তু তা সস্ত্বেও  উপনির্বাচনে আসন খোয়াতে হয়েছে বিজেপি-কে। 

Comments :0

Login to leave a comment